Add For Sale 50% off

beakingnews

প্রবাসী কল্যাণ ব্যাংক প্রকল্প ঋণ যেভাবে দেওয়া হয়

প্রবাসী কল্যাণ ব্যাংক প্রকল্প ঋণ

প্রকল্প ঋণ (প্রজেক্ট লোন)
  ঋণ বিতরণের খাতসমূহঃ- ১) কৃষি ঋণ প্রকল্প। ২) মাঝারী ধরনের কৃষি নির্ভর শিল্প ঋণ প্রকল্প। ৩) মুরগীর খামার প্রকল্প। ৪) মৎষ চাষ প্রকল্প। ৫) বায়োগ্যাস প্লান্ট প্রকল্প। ৬) সৌর জ্বালানী খাত প্রকল্প। ৭) তথ্য প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা ঋণ প্রকল্প। ৮) একটি বাড়ী একটি খামার প্রকল্প। ৯) নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প প্রকল্প। ১০) গরু মোটা তাজাকরন প্রকল্প। ১১) দুদ্ধ উৎপাদনকারী খামার প্রকল্প।
ঋণ প্রাপ্তির প্রাথমিক যোগ্যতাঃ
১. পূণর্বাসন ঋণ প্রাপ্তির জন্য আবেদনকারীকে বিদেশ প্রত্তাগত হতে হবে এবং তার বৈধ কাগজ-পত্র থাকতে হবে।
২. পূণর্বাসন ঋণ প্রাপ্তির জন্য আবেদকারীকে প্রবাস প্রত্যাগমনের ০৫ (পাঁচ) বছরের মধ্যে আবেদন করতে হবে।
৩. আবেদনকারীর বৈধ ব্যবসা বা প্রকল্পটি প্রাথমিকভাবে শুরু করার পর আবেদন করতে হবে।
৪. আবেদনকারীর আর্থিক সংগতি যেমনঃ- জামানতের জন্য গ্যারান্টিকৃত সম্পত্তি নিজ নামে / পিতার নামে থাকতে হবে।
৫. ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ জীবন বৃত্তান্ত প্রদান করার পর তা কর্তৃপক্ষ কর্তৃক গৃহিত হলে ঋণ প্রদান করা হবে।
৬. কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিক আবেদন গৃহিত হলে ঋণ সম্পর্কিত মূল ফরমটি পূরণ করে জমা দিতে হবে।
৭. ঋণ গ্রহণকালে জামানতকৃত সম্পত্তির মালিকানার দলিলাদিসহ অন্যান্য কাগজপত্র প্রদান করতে হবে। ঋণ গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্রাদি নিম্নরুপঃ-
  আপনি প্রবাস প্রত্যাগত হলে আপনাকে ¯^vej¤^x করতে প্রবাসী কল্যাণ ব্যাংক সহজ শর্তে পূণর্বাসন ঋণ প্রদানে প্রস্তুত।
এ ঋণ পেতে হলে নিম্মলিখিত কাগজপত্র প্রয়োজনঃ-
১. আবেদনকারীর আবেদন পত্রসহ পারিবারিক তথ্য সংবলিত জীবন বৃত্তান্ত ।
২.আবেদনকারীর সদ্য তোলা ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি, ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সংবলিত পৌরসভা / ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি।
৩.হাল নাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি।
৪.প্রকল্পের বিস্তারিত বিবরণ সহ প্রকল্পের ঠিকানা । নতুন প্রকল্প হলে আগামী ০২ (দুই) বছরের সম্ভাব্য আয়-ব্যয় বিবরণী।
৪. প্রকল্পের স্থানঃ (ক) ভাড়া করা হইলে ভাড়ার চুক্তিপত্রের ফটোকপি। (খ) নিজস্ব জায়গা হইলে মালিকানার প্রমাণপত্র। (গ) পুরোনো প্রকল্প হলে ০২ বছরের লাভ/লোকসানের হিসাব ও ঋণ গ্রহীতার নিজস্ব বিনিয়োগের পরিমান।
৫.জমির দলিলপত্রাদি/পর্চা/খারিজ খতিয়ান ও হাল সনের খাজনার দাখিলার সত্যায়িত ফটোকপি (যেটা জামানত দিবেন)।
৬.আবেদনকারীর জামিনদারদের প্রত্যেকের সদ্য তোলা ২ কপি করে সত্যায়িত ছবি, ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সংবলিত পৌরসভা / ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি।
৭. এছাড়াও যে সকল ব্যাক্তি জামিনদার হবেন তাদের নিম্নবলিখিত কাগজপত্র। যেমনঃ              ক) জামিনদারের আর্থিক সংগতির কাগজ পত্র । (প্রয়োজনীয় ক্ষেত্রে) খ) জামিনদারগনের স্থায়ী/ অস্থায়ী ঠিকানার পূর্ণ বিবরণ।
৮.বিদেশ থেকে প্রত্যাগমণ সংক্রান্ত যাবতীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি। যেমন ঃক) কি কারনে ফিরে আসলেন তার বিবরণ। খ) কবে ফিরেছেন (সাল/তারিখ) পাসপোর্ট এর কপি সহ। গ) পূনরায় যাবার সম্ভাবনা / ইচ্ছা আছে কি না থাকলে এর কারন কি ? এর বিবরণ।
৯.আবেদনকারীর কর্ম অভিজ্ঞতার সনদপত্র। যথাঃক) হাঁস-মুরগী পালন, গরু-ছাগল পালন, মৎস চাষ ইত্যাদি প্রকল্পের জন্য কোন প্রশিক্ষণ/অভিজ্ঞতা থাকলে তার সনদপত্র। খ) হাতের কাজ আসবাবপত্র তৈরি ও অন্য কোন পেশার অভিজ্ঞতা থাকলে তার বিবরণ।
১০.আর্থিকভাবে ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত (০২) জন পরিচয় দানকারীর নাম ও ঠিকানা ফোন b¤^i সহ ।
১১.ঋণ সংক্রান্ত তথ্যাবলীঃ ক) ব্যক্তিগত ঋনের বিবরণ। ( অন্য কোন ঋণ থাকলে তার বিবরণী) খ) কোন সংস্থা, এনজিও, ব্যাংক হতে ঋণ নিয়ে থাকলে তার বিবরণ।
১২.ঋণ খেলাপি কি না ( হ্যাঁ/ না )
১৩.ঋণ ফেরত দানের হলফনামা।
  ঋণ পরিশোধের চার্জ ও নিয়মাবলীঃ
  সুদের হার শতকরা ১১ (এগার) টাকা।
প্রকল্পের ধরন অনুযায়ী ঋণের গ্রেস পিরিয়ড নির্ধারিত হবে।

//Breaking news js code here start //Breaking news js code here end