Add For Sale 50% off

beakingnews

বিপিডিবির সঙ্গে সরবরাহ চুক্তি বিবিএস কেবলসের

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) প্রকল্পে ১৬ কোটি ৩৯ লাখ ৪২ হাজার ৮০০ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহের জন্য দুটি চুক্তি সই করেছে বিবিএস কেবলস লিমিটেড। চুক্তি অনুসারে আগামী চার মাসের মধ্যে সরকারি প্রতিষ্ঠানটির কাছে এ কেবল বিক্রি সম্পন্ন করবে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
http://www.businessbarta24.com/

চুক্তি অনুসারে, ফৌজদারহাট স্টোর প্রকল্পে ১২ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৮০০ টাকার এসিআরএস (অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রি-ইনফোর্সড কেবল) গ্রসবিক কন্ডাক্টর ও ৪ কোটি ১ লাখ ২৮ হাজার টাকার এএসি ডব্লিউএএসপি (ইনসুলেটেড) কন্ডাক্টর সরবরাহ করবে বিবিএস কেবলস। উভয় তারেরই দৈর্ঘ্য হবে ৪০০ কিলোমিটার।

জানা গেছে, বিপিডিবির পক্ষে চুক্তিতে সই করেন ক্রয় অধিদপ্তরের পরিচালক। চুক্তি দুটি স্বাক্ষরিত হয় রাজধানীর মতিঝিলে অবস্থিত ওয়াপদা ভবনের বিপিডিবির অফিসে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে বিবিএস কেবলসের শেয়ার লেনদেন শুরু হয়।
//Breaking news js code here start //Breaking news js code here end